Yelp থেকে ক্লাইন্ট পাওয়ার জন্য ইফেক্টিভ মেথড
Yelp কী?
Yelp হচ্ছে একটা বিজনেস ডাইরেক্টরি তো বিজনেস ডাইরেক্টর কি এটা যদি আমি সহজ ভাবে বলি ডাইরেক্টর ই মানে হচ্ছে এমন একটা প্লেস যেখানে বিভিন্ন ব্যবসা তাদের লিস্টিং করে রাখেন । লিস্টিং মানে হচ্ছে ব্যবসা সম্পর্কে বিস্তারিত একটা তথ্য যেমন ফোন নাম্বার ,ওয়েবসাইট , সোশ্যাল মিডিয়া পেজ এগুলো আপলোড করে রাখা।
এখন একটা প্রশ্ন আসতে পারে যে কেন বিজনেসরা এই ধরনের ডিরেক্টরীতে তাদের বিজনেস সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে রাখে?
তারা এজন্য দিয়ে রাখে যেন তাদের কাস্টমাররা যখন দরকার হবে এসব ডিরেক্টরীতে এসে সার্চ করলে তাদের খুঁজে পায়।
এখন এই ধরনের ডিরেক্টরীতে হাজার হাজার আমেরিকান বা ইউরোপের বিজনেস ওনাররা তাদের business এর সব ইনফরমেশন যেমন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া ফোন নাম্বার ইমেইল দিয়ে রাখে।

এখন Yelp আমাদের ফ্রিল্যান্সারদের জন্য কাজ অনেকটা সহজ করে দিয়েছে। কেন কারণ yelp এর মধ্যে প্রচুর ক্লাইন্টের ইনফরমেশন আমরা সহজেই খুঁজে পাচ্ছি।
যেমন ধরেন আমাদের এমন ক্লাইন্ট লাগবে যারা আমেরিকার নিউইয়র্কে প্লাম্বিং এর কাজ করে। এখন আমরা কি করব yelp এর সার্চ ইঞ্জিনে যে লিখবো plumbing service in New York

দেখেন এটা সার্চ করার সাথে সাথে প্রচুর পরিমাণ ক্লাইন্টের ইনফরমেশন আমাদের সামনে এসে গেছে। এখন আমরা ধরে ধরে প্রত্যেকটা ক্লায়েন্টের যে যে ধরনের ইনফরমেশন আমাদের লাগবে তা একটা নোটপ্যাডে কপি করে রাখতে পারি।
আমি যে এখানে শুধু প্লাম্পিং সার্ভিস ইন নিউইয়র্ক সার্চ করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ওইভাবে তাদের বিজনেস সম্পর্কে সার্চ করবেন।
Yelp এ বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের ইনফরমেশন পাওয়া যায় যেমন রেস্টুরেন্ট, সেলুন, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, ক্লিনিং সার্ভিস, অটো রিপেয়ার ইত্যাদি ।
এই ব্লগ থেকে আমরা জানলাম কিভাবে Yelp থেকে আমরা প্রচুর পরিমাণ ক্লাইন্ট পেতে পারি ।